Home » Ad Board » Songs Lyrics » Bangla Songs Songs Lyrics |
Aami Chini Go Chini Tomare(আমি চিনি গো চিনি তোমারে)-Lyric
2014-05-10, 3:04 PM | |
শিরোনামঃ আমি চিনি গো চিনি তোমারে রাগ: খাম্বাজ তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী॥ তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি-মাঝারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী॥ | |
Views: 321 | Placed till: 2014-06-10 | |
Total comments: 0 | |