Please enable / Bitte aktiviere JavaScript!
Veuillez activer / Por favor activa el Javascript![ ? ]
class="wide-page">
Home » Ad Board » Songs Lyrics » Bangla Songs Songs Lyrics

Majhe Majhe(মাঝে মাঝে)-Lyric

Majhe Majhe(মাঝে মাঝে)-Lyric

2014-05-10, 1:24 PM

শিরোনামঃ মাঝে মাঝে
রবীন্দ্রসঙ্গীত

—————————-

মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
মোহমেঘে তোমারে দেখিতে দেয় না।
অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না।
ক্ষনিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
ওহে হারাই-হারাই সদা ভয় হয়, হারাইয়া ফেলি চকিতে
আশ না মিটিতে হারাইয়া-পলক না পড়িতে হারাইয়া-
হৃদয় না জুড়াতে  হারাইয়া ফেলি চকিতে।
কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে-
ওহে এত প্রেম আমি কোথা পাব নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
আমার সাধ্য কিবা তোমারে- দয়া না করিলে কে পারে-
তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে।
আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ-
ওহে তুমি যদি বল এখনি করিব বিষয়-বাসনা বিসর্জন।
দিব শ্রীচরণে বিষয়- দিব অকাতরে বিষয়-
দিব তোমার লাগি বিষয়- বাসনা বিসর্জন।

Added by: zxtu | | Tags: диетически, Majhe Majhe(মাঝে মাঝে) Arnob-Lyric
Views: 337 | Placed till: 2014-06-10 | Rating: 0.0/0
javascript://
Total comments: 0
dth="100%" cellspacing="1" cellpadding="2" class="commTable">
Name *: Email:
Code *: