Home » Ad Board » Songs Lyrics » Bangla Songs Songs Lyrics |
Mora Aar Jonome (মোরা আর জনমে)-Lyric
2014-05-11, 4:33 PM | |
রোনামঃ মোরা আর জনমে মোরা আর জনমে হংস–মিথুন ছিলাম নদীর চরে যুগলরূপে এসেছি গো আবার মাটির ঘরে।। তমাল তরু চাঁপা–লতার মত জড়িয়ে কত জনম হ’ল গত, সেই বাঁধনের চিহ্ন আজো জাগে হিয়ার থরে থরে।। বাহুর ডোরে বেঁধে আজো ঘুমের ঘোরে যেন ঝড়ের বন–লতার মত লুটিয়ে কাঁদ কেন। বনের কপোত কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে চিরতরে হ’ল ছাড়াছাড়ি নিঠুর ব্যাধের শরে।। | |
Views: 463 | Placed till: 2014-06-11 | |
Total comments: 0 | |