Please enable / Bitte aktiviere JavaScript!
Veuillez activer / Por favor activa el Javascript![ ? ]
class="wide-page">
Home » Ad Board » Songs Lyrics » Bangla Songs Songs Lyrics

O Amar Desher Mati (ও আমার দেশের মাটি)Lyric

O Amar Desher Mati (ও আমার দেশের মাটি)Lyric

2014-05-10, 3:13 PM

শিরোনামঃ ও আমার দেশের মাটি
রবীন্দ্রসঙ্গীত

ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ মোর দেহের সনে,
তুমি মিলেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে।
তোমার ‘পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন মুখে তুলে দিলে,
তুমি শীতল জলে জুড়াইলে,
তুমি যে সকল-সহা সকল-বহা মাতার মাতা ॥
ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা–
তবু জানি নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার জনম গেল বৃথা কাজে,
আমি কাটানু দিন ঘরের মাঝে–
তুমি বৃথা আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥

Added by: zxtu | | Tags: антисанитария, lyrics, bangla lyrics, Yaadein, Да!, bangla
Views: 320 | Placed till: 2014-06-10 | Rating: 0.0/0
javascript://
Total comments: 0
dth="100%" cellspacing="1" cellpadding="2" class="commTable">
Name *: Email:
Code *: