Please enable / Bitte aktiviere JavaScript!
Veuillez activer / Por favor activa el Javascript![ ? ]
class="wide-page">
Home » Ad Board » Songs Lyrics » Bangla Songs Songs Lyrics

Sporsher Baire Tumi (স্পর্শের বাইরে তুমি)-Lyrics

Sporsher Baire Tumi (স্পর্শের বাইরে তুমি)-Lyrics

2014-05-13, 3:42 PM

 


শিরোনামঃ স্পর্শের বাইরে তুমি
কথাঃ তারেক ওমর
কন্ঠঃ তাহসান/ এলিটা
সঙ্গীতায়োজনঃ তাহসান
নাটকঃ স্পর্শের বাইরে তুমি


ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়
গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি
অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে
লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি
তোমার ঐ মৃদকালো চোখের ভাষা
মাতাল করা হাসি আর ভেঁজা চুলে
গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে
রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল
সব তুলনার ঊর্ধ্বে তুমি
আজও তোমার স্পর্শ লোভে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে

 

 

টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর
মাঝখানে অদৃশ্য দেয়াল
খুঁজেফিরি তোমায় কোন মায়ায়
হারিয়ে যেন উপহাসে
হারিয়ে সেই সকাল
হারিয়ে সেই বিকেল
বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর
আসবে না জানি ফিরে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে
কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে
তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে
এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার অপেক্ষাতে
খুঁজি তোমায় স্বপ্ন গানে
আজো তোমার স্পর্শ লোভে

Added by: zxtu | | Tags: bangla lyrics, Tahsan Song Lyrics, короткомордые породы собак, Style Pack 2 enzu, По ту сторону
Views: 1528 | Placed till: 2014-06-13 | Rating: 0.0/0
javascript://
Total comments: 0
dth="100%" cellspacing="1" cellpadding="2" class="commTable">
Name *: Email:
Code *: